চলমান তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার (৮ জুন) দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অনুরোধ করা হচ্ছে’।
এর আগে ৫ থেকে ৮ জুন দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তথ্যানুযায়ী, রাজশাহী, দিনাজপুর, যশোর ও সৈয়দপুর জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
—ইউএনবি
আরও পড়ুন
ছাত্রীকে ইমো কলে দেখতে চাওয়া সেই ইবি শিক্ষক বরখাস্ত
জয়া আহসানের সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে : প্রেস সচিব