December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 15th, 2021, 11:45 am

তাপমাত্রা আরও বাড়বে

ষ্টাফ রির্পোটার :

দেশের দু-এক অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, তাপমাত্রা আরো বাড়তে পারে। আর পরবর্তী দুদিন বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

এদিকে গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল সিলেট ও শ্রীমঙ্গলে ৩৯ মিলিমিটার করে। এছাড়া কক্সবাজার ও পটুয়াখালী ১৩, খুলনায় ১০, রাঙামাটিতে ৯, ভোলায় ৮ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।