অনলাইন ডেস্ক :
এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। তবে এখনো অনিশ্চয়তা কাটেনি ইংল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফেরা তামিম ইকবালকে নিয়ে। এই ওপেনারের মাঠে ফেরা নির্ভর করছে তার ফিটনেসের ওপর। তামিম ইস্যুতে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম না খেললে লিটনই অধিনায়ক হবেন বলে জানান বিসিবি প্রধান।
তিনি বলেন, ‘এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, এখন তামিম না খেললে কী হবে? আমার জানা মতে, তামিম না খেললে তার পরিবর্তে বর্তমানে যে সহ-অধিনায়ক (লিটন) আছে সেই অধিনায়ক হবে। কিন্তু সবচেয়ে আগে জানা দরকার তামিমের প্ল্যানটা কী।’
তিনি আরও বলেন, ‘তামিমকে নিয়ে একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে, ওর কী মনে হয়, এইগুলো ওর সাথে আলাপ না করে বলাটা কঠিন। আমাদের সাথে বসেই ওর প্ল্যানটা বলবে। কয়েক দিনের মধ্যেই বসবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর প্ল্যানটা জানতে পারি ততই ভালো।’

আরও পড়ুন
তফসিলের পর রাস্তায় আন্দোলন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রেসসচিব
তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ