অনলাইন ডেস্ক :
দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে একটি মন্দিরের রথে চড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরও ১৫ জন।
রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোরে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে রাজ্যের থাঞ্জাভুর জেলার কালিমেদুতে এ দুর্ঘটনা ঘটে।
তামিলনাড়ুর পুলিশ মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।’
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে আসার পর রথটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন তিনি ‘গভীরভাবে শোকাহত’।
শোকাহত পরিবারগুলোকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন