November 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 27th, 2025, 7:11 pm

তারকারা হাতে-গালে হঠাৎ সংখ্যা লিখছেন কেন?

 

দেশের জনপ্রিয় নারী তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই দেখা যাচ্ছে নানান সংখ্যা—কেউ লিখছেন ‘৯’, কেউ ‘২৪’, কেউবা ‘১০০০’ বা ‘৯৯+’। শরীরের বিভিন্ন অংশে লেখা এসব অদ্ভুত সংখ্যার রহস্য নিয়ে নেটিজেনরা হয়েছেন চরম কৌতূহলী।

অনেকের ধারণা ছিল এটি কোনো নতুন প্রজেক্টের প্রচারণা। কিন্তু এর নেপথ্যে আছে ভয়াবহ এক বাস্তবতা—ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিং।

মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে—‘মাই নাম্বার, মাই রুলস’ নামে নতুন এক আন্দোলনে একযোগে যুক্ত হয়েছেন অভিনেত্রী, মডেল, সংগীতশিল্পীসহ দেশীয় বিনোদন অঙ্গনের অসংখ্য পরিচিত মুখ। প্রতিদিন তারা অনলাইনে কতবার হয়রানির শিকার হন, সেই সংখ্যাই লিখে প্রকাশ করছেন নিজেদের শরীরে।

এ বিষয়ে প্রথম আওয়াজ তোলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২৫ নভেম্বর নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় তার গালে বড় করে লেখা ‘৯’।

ক্যাপশনে তিশা জানান, প্রতিদিন কমপক্ষে ৯টি সাইবার হয়রানির শিকার হন তিনি। নিজের কণ্ঠস্বরকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে লেখেন, “মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে, কিন্তু এর পেছনে রয়েছে আমার প্রতিদিনের সংগ্রাম, ভয়, অপমান, এবং সে সবকিছু কাটিয়ে ওঠার গল্প।”

তিশা শুরু করলেন, তারপর সে প্রতিবাদে যোগ দিয়েছেন আরও অনেক তারকা। অভিনেত্রী রুনা খান প্রকাশ করেন ‘২৪’; শবনম ফারিয়া ‘১০০০’; প্রার্থনা ফারদিন দীঘি ‘৩’; মৌসুমী হামিদ ‘৭২’; সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ও আশনা হাবিব ভাবনা পোস্ট করেন যথাক্রমে ‘৯’ এবং ‘৯৯+’ ।

সংখ্যাগুলো ভয়াবহ হলেও বাস্তবতারই প্রতিচ্ছবি। নারীরা প্রতিদিন অনলাইনে কী ভয়াবহ অপমান, কটূক্তি ও মানসিক নির্যাতনের মধ্যে থাকেন সেটিই সামনে আনছেন তারা।

অভিনেত্রী রুনা খান সোশ্যাল মিডিয়ায় হয়রানি নিয়ে বলেন, “তারকা তো বটেই, সাধারণ নারীও প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অগণিত হয়রানির শিকার হন। গত দশ বছরে সোশ্যাল মিডিয়া মানুষের হাতে যত দ্রুত পৌঁছেছে, তার ব্যবহারবিধি শেখেনি অনেকেই।”

গালে ৯৯+ লিখে ভাবনা ক্যাপশনে নারীদের উৎসাহিত করতে লিখেছেন, “তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো।”

তিনি আরও জানান, বিশেষ করে গত ৫ আগস্টের পর নারীদের অনলাইন পরিবেশ আরও অনিরাপদ হয়ে উঠেছে।

জানা গেছে, আন্তর্জাতিকভাবেও চলমান ডিজিটাল সহিংসতা বিরোধী প্রচারণার অংশ হিসেবে এই ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলন বাংলাদেশে ১৬ দিনব্যাপী চলবে।

তারকারা চাইছেন, নিজেদের অভিজ্ঞতা সংখ্যা দিয়ে প্রকাশ করে আরও বড় করে তুলতে সমাজের ভেতরকার সমস্যাকে। সবার উদ্দেশে আহ্বান একটাই চুপ না থেকে সংখ্যাই হোক প্রতিবাদের ভাষা।

এনএনবাংলা/