January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 17th, 2023, 9:45 pm

তারাও জানতো আইপিএলে ম্যাচ পাবে না: পাপন

অনলাইন ডেস্ক :

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সে লিটন দাস ও দিল্লি ক্যাপিটালসে পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমে একাদশে জায়গা না পেলেও দিল্লির হয়ে দুটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। অন্যদিকে এখন কলকাতার হয়ে মাঠে নামার সুযোগ পাননি লিটন। এই দুই ক্রিকেটারের একাদশে সুযোগ না পাওয়ায় অবাক হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (১৭ এপ্রিল) বিসিবি কর্তৃক আয়োজিত গরীব-দুস্থদের মাঝে খাবার এবং পণ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করার পর সংবাদ সম্মেলনে এসে পাপন বলেন, ‘সবাই জানে তারা খেলবে না। এমনকি খেলোয়াড়রাও জানত, তারাও কোন ম্যাচ পাবে না।’ তিনি আরও বলেন, ‘আসলে এই মৌসুমে নিয়মিত আইপিএল দেখতে পারছি না। কারণ ম্যাচের সময় তারাবির নামাজের সঙ্গে মিলে যায়। কিন্তু যখন কেকেআর বা দিল্লির খেলা থাকে, তখন আমি দেখার চেষ্টা করি এবং আমাদের কোন খেলোয়াড় খেলার সুযোগ পায় কিনা, সেদিকে নজর রাখি।’