July 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 17th, 2025, 5:09 pm

তারিক সিদ্দিকের ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে: দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী, দুই সন্তানসহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, বাস্তবে দেশে-বিদেশে আরও সম্পদের রয়েছে। তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে।

জানা যায়, গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় রয়েছে তারিক আহমেদ সিদ্দিকের ‘বাগানবিলাস’ নামের বিশাল বাগানবাড়ি। একইভাবে ফাওকাল এলাকায় ডুপ্লেক্স ভবনসহ বিশাল সম্রাজ্য গড়ে তোলেন।

বিলাসিতার বাগানবাড়ি ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নজর দিলেও মিলবে তারিক সিদ্দিকের প্লট-ফ্ল্যাটের নানা ফিরিস্তি। বারিধারা আবাসিক এলাকার পার্ক ভ্যালিতে ফ্ল্যাট, বারিধারা ডিওএইচএসে ৭ তলা বাড়ি।

বাস্তবে তারিক সিদ্দিক পরিবারের কয়েকশো কোটি টাকা সম্পদের তথ্য দুদকে থাকলেও দালিলিক নথিতে ৬২ কোটি টাকা অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। একইসঙ্গে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় স্ত্রী-দুই সন্তানসহ তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

এরইমধ্যে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ মামলা করা তারিক সিদ্দিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।