অনলাইন ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাদেরকে কেউ ঠেকাতে পারবে না, এ মন্তব্য করেছেন জয়নুল আবদিন ফারুক।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে শেখ হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছিল। গণতন্ত্র প্রশ্নে আপোষহীনতা, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান, বিচার বিভাগের স্বাধীনতার কারণেই খালেদা জিয়াকে দেশের মানুষ এত ভালোবাসে।
তিনি আরও বলেন, গত ১৬ বছর জনগণের জন্য আন্দোলন করায় গতকাল (খালেদা জিয়ার বিদেশ যাত্রা) মানুষ রাস্তায় নেমে আসে। মানুষ এখন ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে, তারা ভোটের তারিখ চায়। দিনের ভোট দিনেই হতে হবে। মানুষ আর মঈন-ফখরুদ্দিনের সরকার দেখতে চায় না। ষড়যন্ত্র করলে, ষড়যন্ত্র রুখে দেয়ার ক্ষমতা তারেক রহমানের আছে।
বিরোধী দলীয় সাবেক এ চীফ হুইপ বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন তাই করুন, যেখানে হোন্ডা-গুন্ডা দিয়ে নির্বাচন হবে না।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া।

আরও পড়ুন
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
ইসির ওয়েবসাইট আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ
৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি