Thursday, December 25th, 2025, 1:20 pm

তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কে হাজারো নেতা-কর্মী

 

দীর্ঘ ১৭ বছর ৩ মাস পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক থেকে পূর্বাচলগামী পথের দুই পাশে হাজারো নেতা-কর্মী অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাঁরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ, তারেক রহমান’সহ নানা স্লোগান দেন।

এর আগে আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা-কর্মীরা খিলক্ষেত থেকে বসুন্ধরার ৩০০ ফিট এলাকার সড়কের দুই পাশে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। নেতা-কর্মীদের কেউ কেউ প্রধান সড়কে উঠে আসার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দিচ্ছেন।

এনএনবাংলা/