Thursday, December 25th, 2025, 3:05 pm

তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জামায়াত আমির

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে প্রত্যাবর্তন করেছেন। তার দেশে ফেরা উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।’

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ নম্বর ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় বাসযোগে তিনি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে দিয়ে দলের আয়োজিত সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন।

এনএনবাংলা/