আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন।
এ উপলক্ষে কেক কাটা থেকে শুরু করে পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব না করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে দলটি।
মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিবৃতিতে রিজভী জানান, গত বছরের মতো এবারও তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা থেকে শুরু করে কোনো ধরনের অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদের উল্লিখিত দলীয় নির্দেশনা লঙ্ঘন না করার জন্য জোর আহবান জানানো হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
রাজধানীর গুলিস্তানে রমনা ভবনে আগুন
শাইনপুকুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাড়িতে এখন শুনশান নীরবতা
কারিগরি শিক্ষা বোর্ডের সামনে গাড়িতে আগুন