December 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 29th, 2025, 2:57 pm

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুস সালাম

 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আব্দুস সালামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের তথ্যমতে, এ পর্যন্ত ৩০০ আসনের বিপরীতে মোট ৩ হাজার ১১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। এর মধ্যে ঢাকা জেলার ২০টি আসনে সংগ্রহ করা হয়েছে ৩৪৪টি মনোনয়নপত্র।

আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।

সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেন আব্দুস সালাম। একই সঙ্গে ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ববি হাজ্জাজ।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি ব্যক্তি উপস্থিত থাকলে কিংবা মিছিল ও শোডাউন করলে দেড় লাখ টাকা জরিমানা এবং মনোনয়নপত্র বাতিলের বিধান রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে নির্বাচন কমিশনে নিবন্ধিত অন্যান্য ৫৬টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

এনএনবাংলা/