Thursday, December 25th, 2025, 6:56 pm

‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’

 

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসাকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মনে করেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক চর্চাকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়ক হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি লেখেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে তারেক রহমান ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন এবং এর ফলস্বরূপ তাকে বহু বছর নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমেই এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার ফলে তিনি ও তাঁর পরিবার আজ দেশে ফিরে আসতে পেরেছেন।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, তারা এমন একটি বাংলাদেশ রাষ্ট্র গড়ে তুলতে চান যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত থাকবে এবং ভবিষ্যতে ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতাকে যেন রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে পড়তে না হয়। গত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক বাস্তবতা ভেঙে যে মুক্ত বাংলাদেশের পথে দেশ এগিয়ে যাচ্ছে, সেখানে প্রতিটি নাগরিকের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য বলে তিনি জানান।

তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা বহুদলীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সহাবস্থান এবং সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন সময়ের বড় চ্যালেঞ্জ।

পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে তাঁর সক্রিয় অংশগ্রহণ যেন ইতিবাচক ও ফলপ্রসূ হয়।

এনএনবাংলা/