দীর্ঘ প্রায় ১৭ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে তিনি ঢাকায় আসবেন।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। সেখানে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ চলছে। কুড়িল মোড় থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সড়কের দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। তারা নিজ উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে কর্মসূচিতে যোগ দিচ্ছেন। মঞ্চের আশপাশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করছেন অনেকে।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখান থেকে বনানী ও কাকলী হয়ে তিনি সরাসরি সংবর্ধনা মঞ্চে যাবেন। অনুষ্ঠান শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে গুলশানে মায়ের বাসভবনে যাবেন।
উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
ক্যারিবীয় সাগরে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র
ট্রাম্পকে উল্টো হুঁশিয়ারি খামেনির, ইরানে বিক্ষোভে চরম উত্তেজনা