যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছর কাটানোর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ডে ‘লিডার আসছে’, ‘হে বিজয়ী বীর, তোমাকে স্বাগত’ শীর্ষক স্লোগানে ছেয়ে গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পল্টন, মৎস্য ভবন মোড়, কাকরাইল, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, মহাখালী, গুলশান, বাড্ডাসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে লাগানো এসব ব্যানার-বিলবোর্ডে শোভা পাচ্ছে তারেক রহমানের ছবি।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা নানা কর্মসূচি হাতে নিয়েছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার দেশে ফেরার খবর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দলীয় রাজনীতিতে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।

এর অংশ হিসেবে আগামী ২৫ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিট এলাকাজুড়ে বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে, যেখানে তারেক রহমান মূল সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন। গত রোববার (২১ ডিসেম্বর) থেকে বিশ্বরোডের পূর্বাচলমুখী অংশে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমান ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কারাগার থেকে মুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে চলে যান।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউনিলিভার বাংলাদেশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, পরবর্তী শুনানি ৭ জানুয়ারি
যুক্তরাজ্যে ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড হাতে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ
দুই দফায় সেন্টমার্টিনের ১৩ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি