নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি।
আজ সোমবার (১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি ভোটার হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমার জানা মতে হননি।’ তাহলে উনি কি প্রার্থী এবং ভোটার হতে পারবেন? আরেক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত নেয়।’
এটা শুধু তারেক রহমানের জন্য প্রযোজ্য কিনা? অন্য এক প্রশ্নে ইসি সচিব বলেন, ‘ব্যক্তিগতভাবে একজনকে চিহ্নিত করছেন কেন? এটা আপনার ক্ষেত্রেও হতে পারে।’
তিনি ভোটার তালিকার বর্তমান স্থিতি সম্পর্কেও জানান, ভোটার তালিকা চূড়ান্ত করা হচ্ছে। এই মুহূর্তে সংশোধনযোগ্য নয় এমন সাতটি ফিল্ড হলো—নাম, বাবা ও মা’র নাম, জন্মতারিখ, ভোটার ঠিকানা, পেশা এবং ছবি। তবে স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম প্রতিবন্ধকতার ধরন এবং টেলিফোন নম্বর সংশোধন করা সম্ভব।
ইসি সচিব আরও বলেন, “অনলাইন রিটার্ন জমা দেওয়ার কারণে টেলিফোন নম্বর সংশোধনের সুযোগ রাখছি। কিন্তু ওই সাতটি গুরুত্বপূর্ণ ফিল্ডে এখনই পরিবর্তন হবে না, কারণ এটি ভোটার তালিকায় প্রভাব ফেলবে।”
তিনি নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্যও জানান। নতুন এনআইডি তৈরি ও নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে ব্যক্তি ৩১ অক্টোবর ১৮ বছর পূর্ণ করতে হবে এবং নিবন্ধিত হতে হবে।
প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর করা হয়েছে। ইন-কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি)-এর জন্য তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে নিবন্ধন কার্যক্রম চলবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্রিটিশ গণমাধ্যমে লেবার এমপি টিউলিপের কারাদণ্ডের খবর
প্লট বরাদ্দে দুর্নীতিতে হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’, তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান