September 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 4th, 2025, 6:08 pm

 তালগাছি করতোয়া ডিগ্রী কলেজের  দুইজন সহকারী অধ্যাপক এর অবসর জনিত বিদায়

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার  ঐতিহ্যবাহী  তালগাছি করতোয়া ডিগ্রী কলেজের  দুইজন সরকারি অধ্যাপক  মো:  জামাল উদ্দিন  সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ  এবং  জেড. কে এম মোনয়েম  হোসেন  সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ  এর অবসরজনিত বিদায়  অনুষ্ঠান  ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার  সকালে  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে   অত্র কলেজের  হলরুমে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  করতোয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ  এবং বর্তমান  অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি   আলহাজ্ব মোহাম্মদ মমতাজ আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এবং গাড়াদহ  ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান   আলহাজ্ব  মোঃ আব্দুল জব্বার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন  গাড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান   মো:  আব্দুল্লাহ মেম্বার , গাড়াদহ ইউনিয়ন বিএনপি’র  সাবেক সভাপতি   মোঃ আফছার আলী,  গভর্নিং বডির সদস্য  জাহাঙ্গীর আলম তোতা সহ  কলেজের  সকল বিভাগের শিক্ষকমন্ডলী  ছাত্র-ছাত্রী  অফিস সহকারীসহ  বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত  ছিলেন।