November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 20th, 2024, 6:36 pm

তালতলীতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বরগুনার তালতলীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার তিনটি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার তালতলী বাজার, ফকিরহাট বাজার ও পচাঁকোড়ালিয় বাজারে অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ পলিথিন মজুদ রাখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও পরিবেশ আইনে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় এবং পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণসহ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়। এইক সাথে জব্দকৃত অবৈধ পলিথিন পুড়িয়ে ফেলা হয়।

আওয়ামী লীগ যখনি ক্ষমতায় আসে তখনি তারা ফাসিস্ট রুপ ধারণ করেঃ আমীর খসরু
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ের এই অভিযান অব্যাহত থাকবে।