অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের বিভিন্ন মন্ত্রণালয়ে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রী-উপমন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান। কিন্তু এবারও কোনো নারীকে রাখা হয়নি এ তালিকায়। তালেবানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এ ঘোষণা দেন। খবর টোলো নিউজের। তালিকায় স্থান পাওয়া মন্ত্রী-উপমন্ত্রীরা হলেনÑ ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রী হয়েছেন হাজি নুরুদ্দিন আজিজি। হাজি মোহাম্মদ বশির ও হাজি মোহাম্মদ আজিম সুলতানজাদাকে করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কালান্দার এবাদ। আবদুল বারী ওমর ও মুহাম্মদ হাসান গায়ীসিকে একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়েছে। মোল্লা মুহাম্মদ ইব্রাহীমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়েছে মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে। জাতীয় অলম্পিক কমিটির ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেয়েছেন নাজার মুহাম্মদ মুতমাইন। জ¦ালানি এবং পানি মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়েছে মুজিবুর রহমান ওমরকে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম গাউস। জাতীয় পরিসংখ্যান কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে মুহাম্মদ ফকিরকে। হাজি গুল মুহাম্মদ ও গুল জারিন কোচাইকে সীমান্ত এবং উপজাতি বিষয়ক উপমন্ত্রী করা হয়েছে। শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আরসালা খরোটি। লুতফুল্লাহ খাইরখোয়াকে উচ্চশিক্ষা উপমন্ত্রী ও নাজিবুল্লাহকে পরমাণু শক্তি বিভাগের পরিচালক করা হয়েছে।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম