অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের উদযাপনের গুলিবর্ষণে অন্তত ১৭ জনের প্রাণহানির খবর দিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা। শনিবার জানা গেছে, শুক্রবার এই গুলিবর্ষণ করা হয়েছে। আফগান বার্তা সংস্থা শমসেদ জানিয়েছে, শুক্রবার কাবুলে ‘আকাশে ছোড়া’ তালেবানের গুলিতে ১৭ জন নিহত এবং আরও ৪১ জন আহত হয়েছে। আরেক সংবাদমাধ্যম টোলো নিউজও প্রায় একই ধরনের হতাহতের কথা জানিয়েছে। রাজধানীর পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে উদযাপনের গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। প্রাদেশিক রাজধানী জালালাবাদের এক হাসপাতালের মুখপাত্র গুলজাদা সানগার এই তথ্য জানিয়েছেন। উদযাপনের এসব গুলিবর্ষণের তীব্র সমালোচনা করেছেন তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘আকাশে গুলি ছোঁড়া বাদ দেন, এর বদলে আল্লাহকে ধন্যবাদ দেন। গুলিতে বেসামরিক মানুষের ক্ষতি হতে পারে, অপ্রয়োজনে গুলি ছুড়বেন না।’
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে