বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের খ্যাতনামা সাতজন আলেমের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছান।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) খেলাফত মজলিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইমারাতে ইসলামিয়া’ বা তালেবান সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে প্রতিনিধি দলটি আফগানিস্তান সফর করছে। সফরকালে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষত নারী অধিকার ও মানবাধিকার নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনার প্রেক্ষাপটে প্রতিনিধি দল বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবে।
এ বিষয়ে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “অনেক সময় বিভ্রান্ত ধারণা তৈরি হয় যে, আফগানিস্তানে নারীদের অধিকার হরণ করা হচ্ছে বা তাদের গৃহবন্দী করে রাখা হয়। আসলে বিষয়টি কতটা সত্য, সেটিই সরাসরি যাচাই করে দেখবেন আলেমরা।”
প্রতিনিধি দলের এই সফর এমন সময়ে হচ্ছে, যখন ঢাকায় খেলাফত মজলিসের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলছে। জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটি, আজ শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতাদের আফগানিস্তান সফরের নজির নেই। তবে দলটির মহাসচিব স্পষ্ট করে জানান, এটি কোনো দলীয় সফর নয়, বরং ওলামা সমাজের উদ্যোগে আয়োজিত সফর। এর আগেও ২০০১ সালে আলেম সমাজ আফগানিস্তান সফর করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
খেলাফত মজলিস জানায়, প্রতিনিধি দলের আলোচনায় দুই দেশের আলেমদের সম্পর্ক জোরদার, কূটনৈতিক বন্ধন শক্তিশালীকরণ, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি প্রাধান্য পাবে।
জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ প্রতিনিধি দল সৌদি আরব যান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে। সেখানে ওমরাহ আদায় শেষে বুধবার সকালে তারা দুবাই হয়ে কাবুলে পৌঁছান। সফর শেষে তারা মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ ভ্রমণ করবেন।
প্রতিনিধি দলে মামুনুল হকের পাশাপাশি রয়েছেন—হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), আরেক নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়ালসহ আরও কয়েকজন শীর্ষ আলেম।
এনএনবাংলা/

আরও পড়ুন
মায়ের জন্য দোয়া চাইলেন সুনেরাহ
মাঠে লুটিয়ে পড়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি
ট্রফি ছাড়াই হয়ে গেল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান