অনলাইন ডেস্ক :
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদকে। সিরিজের শেষ ওয়ানডেতে দলে ফিরেন এই পেসার। কিন্তু দলে ফিরলেও শেষ ওয়ানডেতে তার মাঠে নামা নিয়ে রয়েছে শঙ্কা। কোনো ইনজুরি না হলে অসুস্থ তাসকিন। পেটের সমস্যার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী দেশের এক গণমাধ্যমকে বলেন, ‘তাসকিনের কোন চোট নেই কিন্তু তার একটু ফুড পয়েজনিং হয়েছে।
আমার মনে হয় সে ঠিক হওয়ার পথে। তাকে বিশ্রাম নিয়ে ওষুধ খেতে পরামর্শ দেওয়া হয়েছে।’ এশিয়া কাপের সর্বশেষ ম্যাচ থেকেই বিশ্রামে ছিলেন তাসকিন। প্রথম দুই ম্যাচ না খেললেও অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন ডানহাতি পেসার। তবে শেষ ওয়ানডেতে খেলার জন্য ডাকা হয় এই পেসারকে। তবে অসুস্থতায় তিনি খেলবেন কিনা, তা নিয়ে রয়েছে শঙ্কা।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে