January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 6th, 2022, 8:16 pm

তাসকিনকে নিয়ে ঝুঁকি নেবেন না ডমিঙ্গো

অনলাইন ডেস্ক :

চোটে পড়ে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। চোট কাটিয়ে বোলিং শুরু করলেও তাকে নিয়ে ঝুঁকির পথে হাঁটতে চায় না বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও তাকে না খেলানোর আভাস দিলেন কোচ রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে শেরে বাংলায় হঠাৎই টাইগারদের প্র্যাকটিসে এসে হাজির তাসকিন। শুধু অনুশীলনে উপস্থিত থাকাই নয়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশের নেটে ৫-৬ ওভার বলও করেছেন ডানহাতি এই পেসার। তা দেখেই সাংবাদিকদের কৌতুহল, তবে কি তাসকিন ফিট হয়ে উঠেছেন? তাসকিন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানান, তাসকিন বোলিংয়ে ফিরলেও আগামীর ঠাসা সূচির কথা মাথায় রাখতে হচ্ছে তাদের, ‘চার-পাঁচদিন আগে তাসকিনকে একটি ইনজেকশন দেওয়া হয়। আজ সে চার-পাঁচ ওভার বল করেছে। আমি নিশ্চিত না তাকে খেলাবো কিনা। অনেক ক্রিকেট সামনে আছে, দুইটা টেস্ট ম্যাচ আছে। আবার অন্য পেসারদের উন্নতির ব্যাপারও আছে। আসলে আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেব কিনা, সেটা ঠিক বলতে পারছি না।’ তাসকিন ছাড়াই প্রথম ওয়ানডেতে ভারতকে ১৮৬ রানে আটকে ম্যাচ জিতে বাংলাদেশ। তার বদলে নামা এবাদত হোসেন ৪৭ রানে নেন ৪ উইকেট।