January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 3rd, 2021, 7:50 pm

তাসকিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শনিবার

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে আঙুলে চোট পান তাসকিন আহমেদ। সেই চোটে ছিটকে যান চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকেও। ঢাকা টেস্টের আগে সুস্থ হয়ে ফিরলেও এই পেসারকে নিয়ে ঝুঁকি রয়েই গেছে। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি টেস্ট। তার আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নেবে কিনা টিম ম্যানেজমেন্ট, সেটিই দেখার। যদিও অধিনায়ক মুমিনুল হক জানালেন, ম্যাচের দিন তাসকিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে তাসকিনের ডান হাতের আঙুলে আঘাত পাওয়ার পর শুরুতে মাঠ থেকে উঠে গেলেও কিছুক্ষণ পর আবার ফেরেন। ফিরে বোলিংও করেন তাসকিন। আঘাত পাওয়া আঙুলে চারটি সেলাইও দিতে হয়েছিল। সেলাই কাটার পর গত দুই দিন নেটে বোলিং করেছেন তাসকিন। প্রথম দিন অল্প রানআপে বোলিং করলেও শুক্রবার ফুল রানআপে পুরো ছন্দেই বোলিং করতে দেখা গেছে তাসকিনকে। অধিনায়ক মুমিনুলও তার বোলিংয়ে সন্তুষ্ট। ঢাকা টেস্টে তাসকিনের খেলার সম্ভাবনা নিয়ে মুমিনুল বলেছেন, ‘তাসকিনের অবস্থা যদি বলেন, ওর এই ম্যাচ খেলার জন্য হয়তো কালকে (শনিবার) পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তখন হয়তো সিদ্ধান্ত নিলে ভালো হবে। কিন্তু আমার মনে হয়, নিউজিল্যান্ডেই ওর ম্যাচ খেলার সম্ভবনা বেশি।’ এদিকে টাইফয়েডে টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেছেন সাইফ হাসান। চট্টগ্রামে দুই ইনিংসেই বাজেভাবে আউট হয়ে সমালোচিত হয়েছিলেন এই ওপেনার। চট্টগ্রামের মতো ঢাকাতেও ব্যাকআপ ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়। ঢাকাতে এই ব্যাটারকে নিয়ে নতুন বলে কাজ করেছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। তবে কি ঢাকা টেস্টে অভিষেক হচ্ছে জয়ের? অধিনায়ক মুমিনুল অবশ্য এ ব্যাপারে স্পষ্ট কিছু বললেন না, ‘ওপেনিং কম্বিনেশন বাঁহাতি-ডানহাতি হতে পারে। দুজন বাঁহাতিও হতে পারে। তবে বাঁহাতি-ডানহাতি হওয়ার চান্সই বেশি।’ মুমিনুলের কথা অনুযায়ী বাঁহাতি সাদমান ইসলামের সঙ্গে ডানহাতি জয়ের সুযোগ রয়েছে। সাকিব-তাসকিনের ফেরাতে দলে কিছুটা হলেও শক্তি বেড়েছে। তবে ঢাকা টেস্টে ভালো করতে প্রথম সেশনগুলোতে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ। মুমিনুল বললেন, ‘আমার কাছে টেস্ট ম্যাচে সবসময় গুরুত্বপূর্ণ যেটা হলো, আপনার প্রথম একঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা ভালো শুরু করি তাহলে ভালো। আর সবাই জানে আমাদের শক্তির জায়গা হলো ব্যাটিং। ব্যাটিং শক্তিতে আমরা যদি ছয় সেশন ব্যাট করতে পারি, তাহলে গেমে ফিরতে পারবো। অবশ্যই আশা করি। কেউ তো ম্যাচ হারার জন্য নামে না। জেতার জন্যই নামে।’