January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 13th, 2023, 8:30 pm

তাহলে কী আল হিলালের পথে নেইমার?

অনলাইন ডেস্ক :

দলবদলের বাজারে আরও এক নাটকীয় মোড়। পিএসজি ছেড়ে সাবেক ক্লাব বার্সেলোনাতে ফিরছেন নেইমার, এমন খবর শোনা যাচ্ছিলো বিভিন্ন গণমাধ্যমে। এরইমধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে শোনা গেলো নতুন এক খবর। ইতালির বিখ্যাত দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো জানিয়েছেন, নেইমার পাড়ি জমাতে পারেন সৌদি প্রো লিগে। ব্রাজিলের পোস্টার বয়কে পেতে বিশাল অংকের প্রস্তাব পাঠিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। যদিও টাকার অংকটা জানা যায়নি। তবে দুই পক্ষের মধ্যে এখন আলোচনা চলছে। রোমানো টুইটারে এক পোস্টে লিখেছেন, ‘আলোচনা চলছে। অফিশিয়াল কাগজপত্র নেইমারের আলোচকদের কাছে পাঠানো হয়েছে।

নেইমার ও আল হিলালের পরের ধাপের আলোচনা শুরু হয়েছে।’ ইতালিয়ান এই সাংবাদিকের মতে, পরবর্তী ২৪ ঘন্টায় নির্ধারিত হতে পারে নেইমারের ভাগ্য। যদিও তার এজেন্ট এরইমাঝে পিএসজিতে চুক্তি বাতিলের কাজ শুরু করেছেন। পরিচালক লুইস কাম্পোস ও কোচ লুইস এনরিকে নেইমার, মার্কো ভেরাত্তি, হুগো একিতেকে, রেনাতো সানচেস ও হুয়ান বের্নাতের সঙ্গে আলোচনায় বসেন। পরে তাদের জানিয়ে দেওয়া হয় পিএসজিতে তাদের আর প্রয়োজন নেই।