January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 9th, 2023, 8:59 pm

তাহলে কী বাংলাদেশে আসছেন ডি মারিয়া?

অনলাইন ডেস্ক :

গত মাসে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মাত্র ১১ ঘন্টার সফরে এসেছিলেন তিনি। স্বল্প সময়ে মার্টিনেজকে দেখার সুযোগ পাননি এই দেশের সমর্থকরা। তবে আক্ষেপ এবার মিটতে পারে। কারণ মার্টিনেজের পর আরও এক আর্জেন্টিনার আরেক বিশ্বকাপ জয়ী ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া আসতে পারেন বাংলাদেশে।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আসন্ন দুর্গাপূজায় বিশ্বকাপ ফাইনালে গোলদাতা ডি মারিয়া আসবেন কলকাতায়। সেই উপলক্ষে একদিনের সফরে বাংলাদেশেও আসতে পারতেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। এর আগে মার্টিনেজকে বাংলাদেশের এনেছিলেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এবার ডি মারিয়াকে তিনিই আনতে যাচ্ছেন। ডি মারিয়ার বাংলাদেশে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘কলকাতা থেকে ডি মারিয়াকে বাংলাদেশে আনার ব্যাপারটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ২৩ অক্টোবর এ নিয়ে কাজ করব।’