January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 24th, 2023, 8:22 pm

তাহলে কী ভারতে খেলতে আসবেন নেইমার?

অনলাইন ডেস্ক :

সম্প্রতি ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সেই সুবাদে ভারতে খেলতে আসছেন এই ব্রাজিলিয়ান তারকা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে ভারতের মুম্বাই সিটি এফসির গ্রুপে পড়েছে সৌদি ক্লাব আল হিলাল। বৃহস্পতিবার এএফসি’র সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ড্র ও সূচি চূড়ান্ত হয়েছে।

গত আইএসএলের লিগ শিল্ড জেতার জন্য এবার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বাই। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ডি-তে পড়েছে ভারতের ক্লাব মুম্বাই, সৌদির আল হিলাল, ইরানের ক্লাব নাসাজি মাসান্দারান এবং উজবেকিস্তানের ক্লাব নবখর।

পুনের বালেওয়াড়ি স্টেডিয়ামে মুম্বাই বনাম আল হিলাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। স্টেডিয়ামে দর্শকের ধারণ ক্ষমতা ১১ হাজারের কিছু বেশি। তার জন্য খুব বেশি মানুষ নেইমারকে দেখার সুযোগ পাবেন না। কিছুদিন আগেই সৌদি ক্লাব আল হিলালে নেইমার ছাড়াও যোগ দিয়েছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।