অনলাইন ডেস্ক :
জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি গানেও মনোযোগী। এরইমধ্যে উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় গান। এবার প্রকাশিত হলো তাহসানের নতুন গান ‘যত ভুল’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন পিরান খান। গানটির লিংক ফেসবুকে শেয়ার করেছেন তাহসান। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন গান… বেঁচে থাকুক কিছু গান।’ মূলত, গানটি ব্যবহৃত হয়েছে প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘লাভ ভার্সেস ক্রাস টু’ শিরোনামের নাটকে। যেখানে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরী। গানের গীতিকার পিরান খান বলেন, ‘২০২০ সালে যখন গানটা লিখছিলাম তখন মনের ভেতর স্বপ্ন ছিল গানটি তাহসান ভাইয়ার গলায় খুব ভালো লাগবে। ২ বছর পর হলেও আজকে সেই স্বপ্ন সত্যি হলো। আশা করি, সবার গানটি ভালো লাগবে এবং সবাই আপন করে নেবেন।’ নাটকে ব্যবহার ছাড়াও ‘যত ভুল’ গানটি আলাদাভাবে প্রকাশ করা হয়েছে ‘সিডি চয়েস’-এর ইউটিউব চ্যানেলে। প্রযোজনা করেছেন জহিরুল ইসলাম সোহেল। গানটি নিয়ে তিনিও দারুণ আশাবাদী।
আরও পড়ুন
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির
‘বাংলার টেসলা’র চাকায় পিষ্ট শাওনের পা মেহের আফরোজ শাওন