July 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 4th, 2025, 4:24 pm

তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতে পারছিলেন না মিথিলা

 

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার ভেঙে যাওয়ার সময় নিজেকে সামলে নিতে পারছিলেন না মিথিলা। সম্প্রতি এক পডকাস্টে এসে বিচ্ছেদের সময়কার নিজের মানসিক অবস্থা ও সংগ্রামের কথা অকপটে বললেন এই অভিনেত্রী।

বললেন, ২০১৫ সালে আমরা আলাদা থাকতাম, কিন্তু তখনও বিশ্বাস ছিল সব ঠিক হয়ে যাবে। অপেক্ষা করছিলাম। মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। ২০১৭ তে বুঝলাম- এই সম্পর্কটা আর কাজ করবে না।

মিথিলা আরও বলেন, যে কোনো বিচ্ছেদ বা সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না- খুবই কঠিন। আমি তখন মানসিকভাবে এতটা দৃঢ় ছিলাম না যে, কোনো বড় সিদ্ধান্ত নিতে পারি। আমার এক বছরের বাচ্চা ছিল। নিজের জীবনের জন্য সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় ছিলাম না।

তিনি বলেন, ২৩ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ করে জীবনটা পুরো বদলে যায়। আমি শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি। একটা জায়গায় আমি ভবিষ্যৎ দেখতাম, কিন্তু হঠাৎ বুঝলাম সেটা আমার জায়গা না।

বিয়ের পরও পড়াশোনা, চাকরি চালিয়ে গেছেন মিথিলা। বললেন, তখন এতটা স্বাধীন ছিলেন না যে একা বাচ্চা মানুষ করতে পারেন। তবুও লড়ে গেছেন- ভাঙা মন, একা জীবন আর অসমাপ্ত সম্পর্কের ছায়া বুকে নিয়ে।

প্রসঙ্গত, জনপ্রিয় অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার ১১ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ২০১৭ সালের অক্টোবরে। ২০০৬ সালের ৩ আগস্ট এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান আইরা তেহরীম খান।