নিজস্ব প্রতিবেদক
তিউনিসিয়ার বিভিন্ন শহরে আটকে পড়া ৩২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করেছে লিবিয়ার ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে দূতাবাস থেকে জানানো হয়, তিউনিসিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করে তাদের নামে ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করা হয়েছে। এসব আউটপাস ইতোমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তিউনিসিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্রে জানা গেছে, দূতাবাসের একজন প্রতিনিধি তিউনিসিয়ায় আটকে পড়া প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আগামীকাল (২৩ এপ্রিল) প্রাথমিকভাবে ২১ জনকে দেশে পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বাকি প্রবাসীদেরও দ্রুত ফেরাতে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এছাড়া, তিউনিসিয়ার জানবুদা শহরে আটক থাকা দুই বাংলাদেশিকে ২২ এপ্রিল স্থানীয় আদালতে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করেছে দূতাবাস। আশা করা হচ্ছে, তারা শিগগিরই মুক্তি পাবেন।

আরও পড়ুন
সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে নৌকাসহ ৪ জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন দিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার
উত্তরা-মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক যাত্রীদের স্বস্তি