November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 4:09 pm

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে কলেজের সামনের সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। এতে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীত দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, শিক্ষার্থীদের অবস্থানের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় সাধারণ যানবাহন গন্তব্যে যেতে পারছে না।

ডিএমপি নাগরিকদের নিচের বিকল্প রুট ব্যবহার করার জন্য অনুরোধ করেছে:

১. উত্তরের দিক থেকে আসা যানবাহন যারা আমতলী হয়ে গুলশান-১ এর দিকে যাবেন, তারা কাকলী থেকে বাঁ দিকে মোড় নিয়ে গুলশান-২ হয়ে গুলশান-১ পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন।

২. জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে আসা যানবাহন যারা আমতলী-গুলশান-১ এর দিকে যাচ্ছেন, তারা সরাসরি উত্তরে গিয়ে বনানী কবরস্থানের সামনের ইউটার্ন (ছোট যানবাহনের জন্য) এবং আর্মি স্টেডিয়ামের সামনে ইউটার্ন করে গুলশান-২ হয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

৩. মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিক থেকে আসা যানবাহন জাহাঙ্গীর গেটের দিকে যাওয়া সম্ভব।

৪. জাহাঙ্গীর গেট থেকেও একইভাবে ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যাত্রা চালানো যাবে।

ডিএমপি সব সময় যানজট এড়াতে সচেতন থাকার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে।

এনএনবাংলা/