রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার দুপুরে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা দেখা গেছে। সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট, মগবাজার, মিরপুর সড়ক ও সাত মসজিদ রোডে গণপরিবহনও চোখে পড়েনি। মেট্রোরেল স্টেশনগুলোতেও যাত্রী ছিল তুলনামূলকভাবে খুব কম।
মেট্রোরেলের শাহবাগ স্টেশনে দায়িত্ব পালনকারী একজন আনসার সদস্য জানান, সকাল থেকেই যাত্রী সংখ্যা কম ছিল। দুপুরে সামান্য বৃদ্ধি পেলেও এটি সাধারণ দিনের তুলনায় নগণ্য।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো. আনিসুর রহমান জানান, বড়দিন উপলক্ষে শহরে ছুটি চলছে। এছাড়া শুক্রবার ও শনিবারও ছুটি রয়েছে। তাই রাজধানীর মানুষ ঢাকার বাইরে বেড়াতে চলে গেছেন, যার কারণে গণপরিবহনের যাত্রীরা কম।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল