Thursday, December 25th, 2025, 4:19 pm

তিনদিনের ছুটিতে রাজধানী ফাঁকা, যাত্রী কমেছে বাস-মেট্রোরেলে

 

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার দুপুরে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা দেখা গেছে। সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট, মগবাজার, মিরপুর সড়ক ও সাত মসজিদ রোডে গণপরিবহনও চোখে পড়েনি। মেট্রোরেল স্টেশনগুলোতেও যাত্রী ছিল তুলনামূলকভাবে খুব কম।

মেট্রোরেলের শাহবাগ স্টেশনে দায়িত্ব পালনকারী একজন আনসার সদস্য জানান, সকাল থেকেই যাত্রী সংখ্যা কম ছিল। দুপুরে সামান্য বৃদ্ধি পেলেও এটি সাধারণ দিনের তুলনায় নগণ্য।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো. আনিসুর রহমান জানান, বড়দিন উপলক্ষে শহরে ছুটি চলছে। এছাড়া শুক্রবার ও শনিবারও ছুটি রয়েছে। তাই রাজধানীর মানুষ ঢাকার বাইরে বেড়াতে চলে গেছেন, যার কারণে গণপরিবহনের যাত্রীরা কম।

এনএনবাংলা/