দেশের জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর স্রষ্টা ও লেখক রকিব হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে ডায়ালাইসিস চলাকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর ফেসবুকে পোস্ট দিয়ে রকিব হাসানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, রকিব হাসান দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে ডায়ালাইসিস চলাকালেই তিনি ইন্তেকাল করেন।
১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির সুবাদে তার শৈশব কেটেছে ফেনীতে। সেখানেই স্কুলজীবন শেষ করে তিনি ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন পেশায় যুক্ত হলেও শেষ পর্যন্ত লেখালেখিকেই জীবনের মূল পেশা হিসেবে বেছে নেন।
সেবা প্রকাশনী থেকেই তার লেখকজীবনের সূচনা হয়। প্রথমদিকে বিশ্বখ্যাত ক্লাসিক বই অনুবাদের মাধ্যমে লেখালেখির জগতে প্রবেশ করেন তিনি। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই রচনা করেন। তবে কিশোরদের প্রিয় তিন গোয়েন্দা সিরিজই তাকে এনে দেয় সর্বাধিক খ্যাতি ও জনপ্রিয়তা।
এনএনবাংলা/
আরও পড়ুন
রোববার থেকে মেট্রোরেলে চলাচলের সময় বাড়ছে এক ঘণ্টা, বাড়বে ট্রিপও
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি : মেলোনি
বাটা’র বাংলাদেশের ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এমডি ফারিয়া ইয়াসমিন