October 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 23rd, 2025, 6:09 pm

তিন দফা দাবিতে রংপুরে বিএফএ’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রংপুর ব্যুরো:

কৃষি মন্ত্রণালয় কর্তৃক গত ৩০-০৯-২০২৫ইং তারিখের সার ডিলার নিয়োগ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত, ২০০৯ সালের বিদ্যমান সার নীতিমালা বহাল ও বাস্তবতার নিরীখে সারের কমিশন বৃদ্ধির দাবিতে  মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) রংপুর জেলা ইউনিট।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিএফএ’র রংপুর জেলা ইউনিটের আয়োজনে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে রংপুর জেলায় নিয়োগপ্রাপ্ত ডিলাররা বলেন, গত ৩০-০৯-২০২৫ইং তারিখে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে অবগত হলাম সার ও ডিলার নিয়োগ নীতিমালা-২০২৫ নামে একটি নীতিমালা কৃষি মন্ত্রণালয় কর্তৃক একতরফাভাবে খসড়া অনুমোদন দিয়েছে- যা আগামী জানুয়ারী-২০২৬ইং থেকে কার্যকর করার ঘোষণা দেয়া হয়েছে। সমগ্র বাংলাদেশের সার ডিলারদের সংগঠন বিএফএ’র পক্ষ থেকে আমরা উক্ত নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘ ৩২ বছর থেকে আমরা কৃষকদের দোরগোড়ায় সার দিয়ে আসছি। গত প্রস্তাবিত সার বিতরণ সমন্বিত নীতিমালা ২০২৫ এর বাস্তবায়ন হলে ডিলাররা ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমান সময়ে দ্রব্যমূল্য, পরিবহন খরচ বাড়লেও তাদের কমিশন আগেরটাই বহাল রয়েছে। এই কমিশন বৃদ্ধির দাবি জানান।

তারা বলেন, নতুন নীতিমালাতে একটি ইউনিয়নে ৩ জন ডিলার নিয়োগ প্রস্তাব এবং প্রত্যেক ডিলাররের ৩টি সেলস সেন্টার ও গুদাম থাকতে হবে যাতে পরিচালন ব্যয় ২০০৯ নীতিমালা থেকে কয়েকগুণ বৃদ্ধি পাবে, প্রকারান্তরে সার বিপণনে অস্থির/অরাজকতা তৈরী হবে। বিনিয়োগ অনুযায়ী ডিলারের লোকসান বৃদ্ধিতে ডিলার ক্ষতিগ্রন্থ হবে। এমনিতেই বর্তমান দ্রব্য মূল্যের বাজারে ডিলারগণ মানবেতর জীবন-যাপন করছে। তারা আরো বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নিকট সকল সার ডিলারদের পক্ষ থেকে আমাদের সবিনয় আকুল আবেদন দেশের কৃষি উৎপাদনের এই ভরা মৌসুমে কৃষকের দোরগোড়ায় সার প্রাপ্তিতে যাতে ব্যাঘাত/সংকট সৃষ্টি না হয় এবং নিরীহ ডিলাররা যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার তথা আপনার সানুগ্রহ জরুরী হস্তক্ষেপ একান্তভাবে কামনাকরছি।

মানববন্ধনে রংপুর ফার্টিলাইজার এসোসিয়েশন রংপুর জেলা ইউনিনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম বেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, কোষাধ্যক্ষ আওলাদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক শাহনেওয়াজ, কার্যকরী সদস্য মুক্তাদির হোসেন লিটনসহ নেতৃবৃন্দ। এ সময় ফার্টিলাইজার এসোসিয়েশন রংপুর জেলা ইউনিটের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।