শ্রমিকদের মজুরি পরিশোধে গাফিলতির অভিযোগে তিনটি পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার।
কারখানা ও এর মালিকেরা হলেন, টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংও গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারখানা মালিক ও ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদরদপ্তরের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। গাজীপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম আদালত এবং ঢাকায় প্রথম ও তৃতীয় শ্রম আদালতে হওয়া মামলার ভিত্তিতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্য তুলে ধরা হয়েছে। উপদেষ্টা বলেছেন, অভিযুক্তদের দেশে ফেরত এনে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।
আর প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, কারখানার মালিকদের দ্বারা শ্রমিকদের ন্যায্য অধিকার সম্পর্কে অসহযোগী বা অবহেলার আচরণ সহ্য করা হবে না।
এনএনবাংলা/
আরও পড়ুন
জুলাই যুদ্ধাহতদের চিকিৎসার খোজ নিতে থাইল্যান্ডের হাসপাতালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ
সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
বনানীতে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল