অনলাইন ডেস্ক :
ইতালিয়ান ফুটবলে সবচেয়ে সফল ক্লাব জুভেন্টাস। সবচেয়ে বেশিবার লিগ, ইটালিয়ান কাপ তাদের দখলে। তবে ২০২১-এ ক্রিশ্চিয়ানো রোনালদো দল ছাড়ার পর তারা আর কোনো শিরোপা জিততে পারছিল না। অবশেষে তিন বছরের সেই অপেক্ষা ফুরিয়েছে তাদের গত রাতে ইটালিয়ান কাপ জিতে। রোমে আতালান্তাকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ঘরোয়া কাপ জিতল তুরিনের ক্লাবটি। রোনালদো থাকতে এর আগে ২০২১ সালেই সর্বশেষ এই কাপ জিতেছিল তারা। গত বুধবার রাতে আতালান্তার বিপক্ষে জয়ের নায়ক সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ।
চতুর্থ মিনিটে তাঁর করা একমাত্র গোলটির পর দারুণ রক্ষণে আতালান্তাকে আটকে রেখে শিরোপা উৎসব করেছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল। তিন বছরের শিরোপা খরায় অনেকেই আলেগ্রির শেষ দেখছিলেন এই মৌসুমে। গত রাতে কাপ জেতার পর ইটালিয়ান কোচ সেটি নিয়েও কথা বলেছেন, ‘আমি হয়তো থাকছি না সামনের মৌসুমে, যেহেতু মিডিয়ায় আমাকে এর মধ্যেই বরখাস্ত করা হয়েছে। তবে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করাসহ একটি ট্রফিও উপহার দিয়েছি আমরা। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। ’
ইতালি থেকে চ্যাম্পিয়নস লিগ স্পট নিশ্চিত করার লড়াইয়ে এখনো আছে আতালান্তা। ইউরোপা লিগ জিতেও সেটি হতে পারে। দলটি শীর্ষ ফুটবলে সর্বশেষ ট্রফি জিতেছে এই ইটালিয়ান কাপই, ১৯৬৩। চার দশকের অপেক্ষা ফুরানোর খুব কাছে এসেও আবার তাদের হতাশ হয়েছে জুভেন্টাসের কাছে। এএফপি
আরও পড়ুন
আমিরের রেকর্ড ভেঙে বিপিএলের ইতিহাস সেরা বোলিং তাসকিনের
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস