October 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 23rd, 2025, 5:58 pm

তিন মাস পর ভেসে উঠলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, কাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত

ফাইল ফটো

 

প্রায় তিন মাস পানিতে ডুবে থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙ্গামাটি পর্যটন কেন্দ্রের বিখ্যাত ঝুলন্ত সেতু। আগামীকাল শুক্রবার (২৪ অক্টোবর) থেকে এটি আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে যাওয়ার পর পর্যটন করপোরেশন সেতুটি মেরামত ও সংস্কারের কাজ শুরু করে। দুপুরে সরেজমিনে দেখা যায়, সেতুর পাটাতনে কর্মীরা রং করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত রয়েছেন।

ঝুলন্ত সেতুর টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মো. সোহেল বলেন, ‘প্রায় তিন মাস পানিতে ডুবে থাকার পর আজ সেতুর পাটাতন পুরোপুরি পানিমুক্ত হয়েছে। এখন কিছু সংস্কারের কাজ চলছে। আগামীকাল থেকেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এবং টিকিট বিক্রিও শুরু হবে।’

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, ‘সেতুটি ডুবে থাকায় টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে পর্যটন কেন্দ্রের অন্যান্য স্পটে ভ্রমণ চলমান থাকায় তেমন কোনো আর্থিক ক্ষতি হয়নি।’

উল্লেখ্য, গত ৩০ জুলাই কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলে রাঙ্গামাটির প্রতীকী ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যায়। দীর্ঘ দুই মাস ২৬ দিন পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সেটি আবারও দৃশ্যমান হয়।

আগে বর্ষা মৌসুমে ঝুলন্ত সেতুটি এক-দু’মাস পানিতে নিমজ্জিত থাকলেও এবার প্রায় তিন মাস টানা পানির নিচে ছিল।

উল্লেখ্য, রাঙ্গামাটির ঝুলন্ত সেতু দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট, যা প্রতিবছর হাজারো দেশি-বিদেশি পর্যটককে আকর্ষণ করে।

এনএনবাংলা/