August 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 27th, 2025, 6:03 pm

তিন ম্যাচের সিরিজ খেলতে সিলেটে পৌঁছলো নেদারল্যান্ডস দল

সিলেট অফিস  :

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসা নেদারল্যান্ডস ক্রিকেট দলটি সিলেট পৌছেছে। বিমানের একটি ফ্লাইটে আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা।

এর আগে দলটি সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবারই প্রথম বাংলাদেশে এলো নেদারল্যান্ডস।

সিরিজের সবকটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে বাংলাদেশ দল গেছে সিলেটে। ২০ আগস্ট থেকে সেখানে প্রস্তুতি নিচ্ছেন লিটন দাসরা।

আগস্টে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সরকারের সবুজসংকেত না পাওয়ায় বিসিসিআই সফরটি বাতিল করে দেয়। যদিও এশিয়া কাপের আগে প্রায় দেড় মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না বাংলাদেশের। এ অবস্থায় বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়ে তিন ম্যাচের সিরিজটি খেলতে বাংলাদেশে এলো নেদারল্যান্ডস।

সফরকারী দলের ক্রিকেটাররা সিলেটে পৌঁছে আজ বিশ্রামে থাকবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ও পরশু দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে তাদের।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজটি মাঠে গড়াবে ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সবকটি ম্যাচই অনুষ্ঠত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

উল্লেখ্য, এই সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে ২০ আগস্ট সিলেটে গেছে বাংলাদেশ দল। ঢাকায়ও এর আগে দিন দশেক অনুশীলন করেছেন লিটন দাসরা। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপ মিশন।