লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে এক জেলের জালে ৭২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বাঘাইড়টি ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে হাতীবান্ধার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামের ইছাহাকের ছেলে মহাসিন আলী তিস্তা নদীতে মাছ ধরতে গেলে তার জালে আটকা পড়ে বাঘাইড় মাছটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে নিয়ে এলে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমায়। এ সময় অনেক ক্রেতা মাছটি পেতে দামাদামি শুরু করে। দুপুরে ৮০ হাজার টাকায় এলাকাবাসী মাছটি কিনে ভাগাভাগি করে নেয়।
স্থানীয় বাসিন্দা আফছার আলী বলেন, তিস্তায় এত বড় মাছ পাওয়ায় আমরা নদী পাড়ের মানুষ অনেক খুশি। নদীতে সহজে এত বড় মাছ পাওয়া যায় না।
জেলে মহাসিন আলী বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে আমি মাছ ধরতে যাই। এ সময় আমার জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ আটকা পড়ে। মাছটি বাজারে নিয়ে ৮০ হাজার টাকায় বিক্রি করি।
—-ইউএনবি
আরও পড়ুন
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
জয়পুরহাটে শ্রেণীকক্ষে দেরিতে আসার কথা বলায় ৩৩ শিক্ষার্থীকে পিটালেন শিক্ষক : অভিযুক্ত শিক্ষককে শোকজ