October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 22nd, 2025, 12:46 pm

তিস্তা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

আজ দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট বগলা কুঁড়ার এলাকাবাসী তিস্তা নদীর পাড়ে মানববন্ধন করেন।

গত কয়েক দিনের তিস্তা নদীর পানি বাড়া-কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন।

মানববন্ধনে অংশ নেয় অএ এলাকার শত নারী,পুরুষ, তরুণ ও তরুণী।

মানববন্ধনে অংশগ্রহণকারী  বগলা কুঁড়ার স্থানীয় বাসিন্দা  আব্দুস সালাম বলেন মোর বাড়ি এই তিস্তা ৬ বার ভাঁঙছে জমিজমাও নদীতে চলি গেছে।

এখন মানুষের জমিতে বাড়ি করি আছং।মুই কোন ইলিপ স্লিপ চাওগ না নদীর ভাঙ্গন বন্ধ করে দিলে ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে বসবাস করলাম হয়।

এসময় ছকিনা বেগম বলেন তিস্তা নদীর ভাঙ্গন থেকে বাঁচাতে সরকারের কাছে আহবান  জানাই অনন্তপক্ষে জিও ব্যাগ ফেলে নদী বাঁধি দিলে হামরাগুলে চলিফেরি খাবার পাইতাম।

এ বছর ভাঙ্গনে শত- শত ঘর বাড়ি, ফসিল জমি ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ ভাঙ্গন কবলিত পয়েন্টের পাশে পানি উন্নয়ন বোর্ডের সারি সারি বালু ভর্তি  জিওব্যাগ থাকলেও তা ডাম্পিং করছেন না কতৃপক্ষ।

মানববন্ধনে উলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সোবহান ব্যাপারী পানি উন্নয়ন বোর্ডকে  ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এবিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান যেখানে বাজেট আছে সেখানে কাজ চলছে। বাজেট সাপেক্ষে নতুন ভাঙ্গন কবলিত এলাকায় কাজ বাস্তবায়ন করা হবে।