January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 31st, 2022, 8:37 pm

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন

জেলা প্রতিনিধি, রংপুর :
‘নদী বাাঁচলে-বাঁচবে মানুষ’ এ শ্লোগানে তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে রংপুরের গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে বৃহস্পতিবার (৩১ মার্চ) বানববন্ধন পালন ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে তিস্তা বাাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, গঙ্গাচড়া উপজেলার নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন তিস্তা বাাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, গঙ্গাচড়া উপজেলার নেতা আমিনুল ইসলাম মুন্না, মাহমুদুল আলম, পারভীন বেগম প্রমুখ।