অনলাইন ডেস্ক :
১৯৮৯ সালের গণতন্ত্রপন্থি আন্দোলনে চীনা প্রশাসনের নির্বিচারে হামলায় মৃতদের স্মরণে তিয়েনআনমেন স্কয়ারে নির্মিত ঘৃণাস্তম্ভ (পিলার অব শেম) সরিয়ে ফেলেছে হংকং ইউনিভার্সিটি। কমিউনিস্ট সরকারের ওই হত্যাযজ্ঞের প্রতিবাদে সেসময় সারা বিশ্ব সরব হয়েছিল। তারপর থেকে চীনে গণতন্ত্রপন্থি আন্দোলন আর জোরদার হয়নি। তবে, ওই গণহত্যা মনে রেখে প্রতি বছর পিলার অব শেমে জড়ো হতেন হংকংয়ের বাসিন্দারা। সম্প্রতি, হংকংয়ে বেইজিংবিরোধী রাজনীতিকদের ওপর নজরদারি বাড়ানোসহ ব্যাপক ধরপাকড় শুরু করেছে চীন। এর মধ্যেই ওই ভাস্কর্য সরানোর বিষয়টি সামনে আসলো। অবশ্য চলতি বছরের অক্টোবরেই হংকং ইউনিভার্সিটি ঘৃণাস্তম্ভটি সরিয়ে নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়। তা এখন বাস্তবায়িত হলো মাত্র। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংক্রান্ত ঝুঁকি বিবেচনায় নিয়ে ঘৃণাস্তম্ভ সরানো হয়েছে
আরও পড়ুন
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি