January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 23rd, 2022, 8:12 pm

তীব্র তুষারে বিপর্যস্ত কাশ্মীরের বারামুল্লা

অনলাইন ডেস্ক :

তীব্র তুষারে বিপর্যস্ত জম্মু কাশ্মীরের বারামুল্লা গ্রাম। ভয়াবহ তুষারপাতের মধ্যেই গ্রামের বাসিন্দাদের কোভিড টিকার আওতায় আনতে কাজ করছেন স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা। ওমিক্রন দাপটে বিপর্যস্ত ভারতের প্রত্যেক নাগরিককে টিকা নিশ্চিতের অংশ হিসেবে প্রতিকূল পরিস্থিতিতেও কাজ করে যাচ্ছেন তারা। বরফে ঢেকে গেছে জম্মু কাশ্মীরের বারামুল্লা গ্রাম। পাহার পর্বত থেকে শুরু করে রাস্তাঘাট ও বাড়িঘরেও কয়েক ইঞ্চি তুষারের স্তূপ। প্রকৃতির বৈরী আবহাওয়ার মধ্যেই কোভিড টিকা দিতে প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রতিকূল প্রকৃতির পাশাপাশি নিরাপত্তা হুমকি তো রয়েছেই। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে তাদের সঙ্গ দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। সমতলের পাশাপাশি পাহাড়ের চূড়ায় থাকা বাসিন্দারাও যেন টিকা পান, তা নিশ্চিত করছেন স্বাস্থ্যকর্মীরা। দেশের প্রয়োজনে কাজ করতে পেরে খুশি তারা। একজন বলেন, আমি খুবই খুশি। পাহাড়ি অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে উঠেছি। প্রচ- তুষার পড়ছে, এরপরও আমরা টিকা দিয়ে যাচ্ছি। টিকা নিতে পেরে সন্তুষ্ট গ্রামের বাসিন্দারাও। তিনি বলেন, এই তুষারপাতের মধ্যেও তারা স্বাস্থ্যকর্মীরা পাহাড়ের চূড়ায় উঠেছেন। আজই আমার টিকার প্রথম ডোজ নিলাম। খুবই ভালো লাগছে। ভারতের পূর্ণবয়স্ক মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে এখন পর্যন্ত কোভিড টিকার দুই ডোজ নিশ্চিত করার কথা জানিয়েছে দেশটির সরকার। ঝুঁকিপূর্ণ ও স্বাস্থ্যকর্মীসহ ফ্রন্টলাইনারদের জন্য চলছে বুস্টার কার্যক্রম।