অনলাইন ডেস্ক :
আবির তার স্ত্রী রাইমাকে নিয়ে প্রচন্ড বিপদে আছে। রাইমা প্রাণপণে চাইছেন ভাইরাল হতে। কিন্তু পারছেন না। অন্যদিকে তার বান্ধবী শান্তা রীতিমতো ভাইরাল। তার ছবিতে হাজার হাজার লাইক, কমেন্ট পড়ে। তাকে দেখলে মানুষজন সেলফি তুলতে ছুটে আসে। মার্কেটে গেলে দোকানদাররা ফ্রি পোশাক দিয়ে দেয়। এ নিয়ে দুই বান্ধবীর কথা হলে শান্তা রাইমাকে তাচ্ছিল্য করে কথা বলে। রাইমার মাথায় জিদ চেপে বসে। যে করেই হোক তাকে ভাইরাল হতে হবে। আবিরের কাছে বায়না ধরে বলে, ‘তুমি আমাকে ভাইরাল করে দাও’। তারপর গল্পে আসে নতুন মোড়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘তুমি আমাকে ভাইরাল করে দাও’। জাকির হোসেন উজ্জ্বল রচিত এ নাটক পরিচালনা করেছেন আবদুল্লাহ আকাশ। এতে রাইমা ও আবির চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম ও জাহিদ হাসান। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ১০টায় দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!