November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 8:54 pm

তুমি সারা বিশ্বের অনুপ্রেরণা—মারুফার উদ্দেশে জেমিমা

 

নারী ওয়ানডে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ভারত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৯ রানের বিশাল লক্ষ্য ৯ বল হাতে রেখে তাড়া করে ফাইনালে উঠেছে হারমানপ্রীতদের দল। ব্যাট হাতে ভারতকে জয়ের পথে নেতৃত্ব দেন জেমিমা রদ্রিগেজ, খেলেন অসাধারণ ১২৭ রানের ইনিংস।

এই ইনিংসের পর প্রশংসায় ভাসছেন ২৫ বছর বয়সী জেমিমা। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। ইনস্টাগ্রামে জেমিমাকে উদ্দেশ করে মারুফা লিখেছেন, ‘জেমিমা দিদি, আপনি আমাদের অসাধারণ খেলা উপহার দিয়েছেন। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি সব সময় আপনার জন্য প্রার্থনা করবো। আপনি যেন আপনার দলকে আরও এগিয়ে নিয়ে যান এবং আরও বড় সাফল্য অর্জন করেন—এই কামনা করি। ফাইনাল ম্যাচের জন্য রইলো আমার শুভেচ্ছা ও প্রার্থনা।’

বাংলাদেশি পেসারের এই আবেগঘন বার্তা নজর এড়ায়নি জেমিমারও। মারুফার পোস্টে জবাব দিয়ে তিনি লেখেন, ‘মারুফা, তোমাকে ধন্যবাদ। তুমি নিজেই একটি অনুপ্রেরণা। তুমি যা করেছে, সেটি বাংলাদেশের ও সারা দুনিয়ার মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’

জেমিমার এই ইনিংসের সুবাদে ভারত নারী ওয়ানডেতে ইতিহাস গড়েছে—৩৩৯ রান তাড়া করে জেতার মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এখন তাদের দখলে। এর আগে ভারত নারী দল কখনও ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি।

ভারতের এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরাট কোহলিও। এক্স (সাবেক টুইটার)-এ তিনি লিখেছেন, “অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে কী দুর্দান্ত জয়! মেয়েদের অসাধারণ রান তাড়া—আর বড় ম্যাচে জেমিমার পারফরম্যান্স সত্যিই অনন্য। ধৈর্য, বিশ্বাস ও আবেগের এক প্রকৃত উদাহরণ।”

এনএনবাংলা/