January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 13th, 2023, 7:35 pm

তুরস্কে আরও একজনকে জীবিত উদ্ধার করল বাংলাদেশ দল, ৯ জনের লাশ পুনরুদ্ধার

বাংলাদেশের একটি যৌথ উদ্ধারকারী দল গত সোমবারের ভূমিকম্পের পর তুরস্কে উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পটি এই অঞ্চলে আঘাত হানার সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার রবিবার বলেছেন, বাংলাদেশ দল এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে এবং ৯টি লাশ উদ্ধার করেছে।

সেনাবাহিনীর ৩৪ জন এবং ফায়ার সার্ভিসের ১২ জনের সমন্বয়ে গঠিত দলটি বুধবার রাত ১০টায় ঢাকা ত্যাগ করে এবং বৃহস্পতিবার রাত ৯টা ৪৬ মিনিটে তুরস্কের আদানা সামরিক বিমান ঘাঁটিতে পৌঁছায়।

শাহজাহান জানান, পরে তারা দক্ষিণ-পূর্ব তুরস্কের আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় ৯ ঘণ্টার ব্যবধানে আঘাত করা সাত দশমিক আট এবং সাত দশমকি পাঁচ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা রবিবার বেড়ে ৩৩ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে এবং অনুসন্ধান দলগুলো ধ্বংসস্তূপের মধ্যে আরও লাশ খুঁজে পাওয়ায় তা বাড়তে থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে যে এই দুর্যোগে আরও ৯২ হাজার ৬০০ জন আহত হয়েছে।

—-ইউএনবি