Tuesday, February 7th, 2023, 4:07 pm

তুরস্কে ভূমিকম্পের পর নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী

তুরস্ক ও সিরিয়ার সীমান্তে সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মো. গোলাম সৈয়দ রিংকু নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের এই ঘটনায় শত শত ভবন ধসে পড়েছে এবং তিন হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।

ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনস্যুল জেনারেল মোহাম্মদ নুরে আলম ইউএনবিকে বলেন, রিংকু বগুড়ার বাসিন্দা। নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে নুরকে খুঁজে পাওয়া গেছে। তবে রিংকু এখনও নিখোঁজ।

রিংকুর বরা তাকে আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে উল্লেখ করলেও আর কোনো বিবরণ দিতে পারেনি।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন ইউএনবিকে জানান, আমরা আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ রাখছি।

—-ইউএনবি