তুরস্ক ও সিরিয়ার সীমান্তে সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মো. গোলাম সৈয়দ রিংকু নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের এই ঘটনায় শত শত ভবন ধসে পড়েছে এবং তিন হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।
ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনস্যুল জেনারেল মোহাম্মদ নুরে আলম ইউএনবিকে বলেন, রিংকু বগুড়ার বাসিন্দা। নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে নুরকে খুঁজে পাওয়া গেছে। তবে রিংকু এখনও নিখোঁজ।
রিংকুর বরা তাকে আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে উল্লেখ করলেও আর কোনো বিবরণ দিতে পারেনি।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন ইউএনবিকে জানান, আমরা আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ রাখছি।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে ৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গঙ্গাচড়া দল চ্যাম্পিয়ন
হালুয়াঘাটে বিএনপি নেতা আজিজ খানের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত
গণঅভ্যুত্থানের শিক্ষাই হলো জাতির সাথে প্রতারণা না করা: আযম খান