রাজধানীর উত্তরার তুরাগের চন্ডালভোগে মঙ্গলবার ভোরে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে তিন জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন জাহাঙ্গীর (১৮), রুমা আক্তার (১৭) এবং আফরিন (১৪)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ভোর ৪টা ২০ মিনিটে উত্তরা এলাকার মানিক বস্তির সুরুজ মিয়ার ঘরে আগুন লাগে।
তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মরদেহ উদ্ধার করে পুলিশের উপপরিদর্শক ওয়াজিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানিয়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
লাগামহীন বক্তব্য, ফজলুর রহমানকে বিএনপির শোকজ
রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: হাসনাত আবদুল্লাহ
১৫ বছর যাদের জন্য লড়েছি তারা এখন ধাক্কা দেয়: রুমিন ফারহানা