December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 20th, 2022, 8:30 pm

তুষারপাতে বিপর্যস্ত জাপান, ভ্রমণ সতর্কতা জারি

অনলাইন ডেস্ক :

তীব্র তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের জনজীবন। বৈরী আবহাওয়ার কারণে দেশটির উত্তরাঞ্চলে ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ রয়েছে যান চলাচল। ট্রেন চলাচলেও দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তুষারপাতের কারণে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাস্তায় বের হয়ে ভোগান্তিতে পড়েন জাপানের সাধারণ মানুষ। দেশটির বিভিন্ন শহরে ট্রেন চলাচলে দেখা দেয় শিডিউল বিপর্যয়। কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে গিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে। বিভিন্ন স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের। শুধু ট্রেনেই নয়, গণপরিবহনের অবস্থাও শচনীয়। বৈরি আবহাওয়ার কারণে বিভিন্ন মহড়াসড়কে দেখা দিয়েছে ব্যাপক ভোগান্তি। বাস স্টেশনে গিয়েও হতাশ হন যাত্রীরা। কোনো কোনো রাস্তায় গাড়ি চলাচল করলেও, ধীরগতির কারণে দেখা দেয় তীব্র যানজট। এ অবস্থায় জাপানের উত্তরাঞ্চলে ভ্রমণে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে বরফ সরানোর কাজ করছেন কয়েকশ’ কর্মী। জাপানের আবহাওয়া বিভাগ বলছে, দেশটিতে আরও বেশ কয়েকদিন তীব্র তুষারপাত অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তীব্র ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বয়স্করা।