January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 4th, 2022, 8:05 pm

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত মেয়র আতিক

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম।

মঙ্গলবার সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মেয়রের করোনার পরীক্ষা করা হলে সোমবার রিপোর্ট পজিটিভ আসে।

এতে বলা হয়, হালকা কাশি এবং শারীরিক দুর্বলতা ছাড়া কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে আতিকুল চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছিল।

এসময় মেয়র তার দ্রুত আরোগ্যের জন্য এবং তার পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন। সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

—-ইউএনবি